চকরিয়া উপাজেলা প্রশাসন পৌরসভা এবং আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে চকরিয়াই মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস পালিত হয়।
রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে মাল্যদানের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। প্রথমে শহীদ বেদীতে মাল্যদান করেন চকরিয়া পেকুয়ার সাংসদ আলহাজ্ব জাফর আলম বিএ অনার্স এমএ।এছাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন, মাল্যদান করেন। এছাড়া আরও মাল্যদান আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবিন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা পৌরসভা শাখা সহ জুয়েলারী সমিতি প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।
এছাড়া ২১শে ফেব্রুয়ারী বিকালে চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের উদৌগে চকরিয়া সিস্টেম কমপ্লেক্সে আওয়ামীলীগের কার্য়ালয়ে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাংসদ আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়।এছাড়া আওয়মীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply