সীতাকুণ্ড উপজেলা ৫নং বাডবকুন্ড ইউনিয়ন ৩নং মান্দারীটোলা গ্রামের আব্দুর রাজ্জাক এর স্ত্রী ফিরোজা আক্তার (৩৫) নামের এক গৃহবধু বাজার থেকে রিক্সা যোগে আসার পথে গ্রামের পশ্চিমে গড়ে ওঠা ইউনি গ্যাস থেকে বিন হাবিব লিমিটেড এর গ্যাস বাহি গাড়ি ক্যাপসোল ট্যাঙ্কার এর চাপায় পড়ে নিজ বাড়ির সামনে প্রান হারায়। নিহত ফিরোজা আক্তার দুই শিশু সন্তানের জননী, এতে এলাকায় এক প্রকার উত্তেজনা বিরাজমান, নিহতের পরিবার আইনি প্রক্রিয়ায় সমোঝোতার মাধ্যমে মানবিক দিক বিবেচনা করে ফ্যাক্টরির মালিক পক্ষের সাথে এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মীমাংসা করেন এবং ফ্যাক্টরীর পক্ষ থেকে সাত লক্ষ টাকা ক্ষতি পূরন দেন।
স্থানীয় এলাকাবাসী জানান রাস্তার নির্মম পরিস্থিতি আর অদক্ষ চালকের কারনেই এমন ঘটনা।
Leave a Reply