1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

গৌরীপুরে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
গৌরীপুরে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
গৌরীপুরে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গৌরীপুরে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত



ময়মনসিংহের গৌরীপুরে আর্জেন্টিনা বনাম ব্রাজিল একাদশের মধ্যকার একটি প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়েছে।   অফিসার্স ক্লাবের আয়োজনে অফিসার ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে আর্জেন্টিনা বনাম ব্রাজিল একাদশের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ব্রাজিল দলের নেতৃত্ব দেন ইউএনও হাসান মারুফ আর আর্জেন্টিনা দলের নেতৃত্বে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
টান টান উত্তেজনাপূর্ণ এ খেলার প্রথমার্ধে ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধেও ছিল গোল শূন্য। ফলে ২ দলের কেউ জিততে পারেনি। ব্রাজিল একাদশে অংশ নেন- উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নাজিমুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, আবু সালেহ মো. ওয়াহেদুল হক, প্রশাসনিক কর্মকর্তা নারায়ণ চন্দ্র বণিক, ইউপি চেয়ারম্যান হযরত আলী, আল ফারুক, এসকে রুবেল, আনসার ও ভিডিপি অফিসার মো. রাকিবুল হাসান, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. আমিনুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইফুল ইসলাম।
আর্জেন্টিনা একাদশে অংশ নেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেজামুল হক, শেখ মোক্তাদির শাহীন, একাডেমিক সুপারভাইজার কমল রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-প্রকৌশলী মাহফুজুল হক, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক সুমন চন্দ্র ঘোষ।
 
উপজেলা নির্বাহী অফিসার জানান জনপ্রতিনিধিবৃন্দ ও উপজেলার কর্মকর্তাদের মধ্যে সুন্দর সুসম্পর্ক আরো জোরদার করতেই  এ ফুটবল ম্যাচের আয়োজন। উপজেলা চেয়ারম্যান জানান, বিশ্বকাপ ফুটবল আসন্ন। এ আয়োজন সকলের মধ্যে সুসম্পর্ক আরো জোরদার করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira