“গৌরীপুরে আব্দুল শেখ মেমোরিয়াল পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ”
ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (৪ ডিসেম্বর) সকালে আব্দুল শেখ মেমোরিয়াল পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন এবং ইনস্ট্রাক্টর (ইউ আর সি) মুনজুরা রহমান ।
বিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাদিউল ইসলাম ও মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ মতিউর রহমান এবং ভালুকা ক্লাস্টারের ২৬টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা অফিসার বলেন, শিশুদের মাঝে বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তোলার জন্য এ আয়োজন। ইউএনও বলেন শিশুরা বিজ্ঞান বিষয়ে বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে। তাদের আগ্রহ ও উদ্যোগ দেখে আমি বিমোহিত।
Leave a Reply