ঈদের আনন্দে ঘুরতে গিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময়ে দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। বুধবার (৪ মে) রাত ৯ টার দিকে গোদাগাড়ী উপজেলার রাজশাহী চাপাইনবাবগঞ্জ মহাসড়কের লস্করহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান,ঈদে আনন্দ করার জন্য বিভিন্ন বয়সী ছেলেরা বিভিন্ন সড়কে বেপরোয়াভাবে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে চালানোর সময়ে লস্করহাটি যুব সংঘ ক্লাবের পাশে মহাসড়কে রাজশাহীর দিক থেকে চাঁপাইনাবগঞ্জের দিকে যাওয়া একটি কালো রঙের নাম্বার বিহীন ৩ জন আরোহী সহ ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ও সুইচগেটের দিক থেকে কামারপাড়ার দিকে আসা ১২৫ সিসি কালো রঙের নাম্বার বিহীন ডিসকভার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
ডিসকভার মোটরসাইকেল ছিটকে গিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়া একটি চার্জার ভ্যানের সাথে ধাক্কা খায়। ইহাতে ডিসকাভার মোটরসাইকেলের চালক মোঃ নাঈম হোসেনের মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের বাড়ি উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের
হাটখোলা পাহাড়পুর নামাজপাড়া গ্রামের মোঃ আলী হোসেনের ছেলে নাইম হোসেন (২৩)। অজ্ঞাত নামা চালকসহ ৩ জন রাস্তায় পরে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন স্থানীয় লোকজন ও ফায়ারসার্ভিস কর্মীরা।
Leave a Reply