গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর এলাকার আমানতপুর প্রাণ এগ্রো কোম্পানি লিমিটেড ফ্যাক্টরীর সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন ) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ীর গোপালপুর ও কাদিপুরের মাঝামাঝি আমানত পুর প্রাণ এগ্রো কোম্পানি লিমিটেড ফ্যাক্টরীর সামনে এই ঘটনাটি ঘটে বলে জানা যায়।
অপর বাইকে থাকা ২ ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) প্রেরণ করা হয়েছে। নিহত মোটরসাইকেল চালকের নাম আব্দুল মান্নান (৩৫)। তিনি বগুড়ার সদর উপজেলার শীববাটি গ্রামের মৃত জাহেদ হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ হতে দুইটি মোটরসাইকেল পাল্লাপাল্লী করতে গিয়ে মোটরসাইকেলের কন্ট্রোল হারিয়ে রাজশাহী অভিমুখে থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে একজন নিহত ও অপর দুইজন গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) পাঠানো হয়েছে।
Leave a Reply