গাজীপুরে বিউটি পার্লার ও অফিসের আড়ালে চলছে জমজমাট অবৈধ দেহ ব্যবসা, বিউটি পার্লারের কর্মীকে দিনের পর দিন যৌনকর্ম করানোর অভিযোগ উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশনের এক সংরক্ষিত ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর, রোকসানা আহম্মেদ রোজী বিরুদ্ধে। গত রাতে পুলিশ বিউটি পার্লার থেকে ভুক্তভোগী এক কিশোরীকে উদ্ধার করে বাসন থানা পুলিশ। এ বিষয়ে মামলা হয়েছে তদন্ত চলছে।
শারীরিক নির্যাতন থেকে বাঁচতে আকুতি জানাচ্ছেন কিশোরী। মোটা অঙ্কের বেতনের আশ্বাসে তাকে নিজ পার্লারে চাকরী দিয়েছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর, রোকসানা আহম্মেদ রোজী। পরে তাকে পার্লারে কাজের বদলে বিভিন্ন সময়ে পাঠানো হতো দেহ ব্যবসায়। অভিযোগ রয়েছে, ওই কাউন্সিলর জিম্মি করেই এ ব্যবসা করা তো।
খবর পেয়ে গতকাল রাতে চান্দনা চৌরাস্তা এলাকার রহমান শপিং মহলের দ্বিতীয় তলায় অভিযুক্ত কাউন্সিলরের মালিনাকাধীন আনন্দ বিউটি পার্লার থেকে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসা শেষে মঙ্গলবার দুপুরে বাসন থানায় রোজী, নুরুল হকের নাম উল্লেখসহ আরো ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরী।
Leave a Reply