খুলনায় করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি প্রতিপালন ও মাস্ক পরিধানের বিষয়ের উপর প্রচার প্রচারনা অব্যাহত থাকলেও সে নির্দেশনা না মানায় খুলনায় এক দিনে ৫৩ টি মামলা করেছেন ভ্রাম্যমান আদালত। ওই মামলা থেকে ৪৫হাজার ৩০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (০৬ এপ্রিল) দিনভর খুলনা জেলার প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ম্যাজিষ্ট্রেট দেবাশীষ বসাক বলেন,জেলায় ৯ টি উপজেলা ও খুলনা মহানগরে ভ্রাম্যমান আদালতের এসব পরিচালনা করা হয়। অভিযান থেকে সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থ্যা গ্রহণের বিষয়ে প্রচার প্রচারণা চালানো হয়। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয় নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply