1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

কোভিড -১৯ পজিটিভ হয়ে মারা গেলেন অ‌জিত কুমার দত্ত

লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট: সোমবার, ২৬ জুলাই, ২০২১
কোভিড -১৯ পজিটিভ হয়ে মারা গেলেন অ‌জিত কুমার দত্ত
কোভিড -১৯ পজিটিভ হয়ে মারা গেলেন অ‌জিত কুমার দত্ত

মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দিম পৌরসভার নগর কসবা নিবাসী বিনোদ পুর রামকুমার উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রাক্তন শিক্ষক শ্রী অ‌জিত কুমার দত্ত কো‌ভিড১৯পজি‌টিভ হ‌য়ে আজ সকাল ৯ টার সময় ঢাকায় চিকিৎসাধীন অবস্হায় ধানমন্ডি মর্ডান হাসপাতালে মারা যান ।

 

পা‌রিবা‌রিক সু‌ত্রে জানানো যায়, অজ‌িত কুমার দত্ত করোনা পজিটিভ হয়ে ঢাকার ধানমন্ড‌ি মডান হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে আজ ভোরে তিনি মারা যান । তিনি দুই ছে‌লে , এক মে‌য়ে এবং অগণিত ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

বি‌নোদপুর রামকুমার উচ্চ‌ বিদ‌্যাল‌য়ের প্রাক্তন শিক্ষক অ‌জিত কুমার দত্ত‌ের মৃত‌্যু‌তে মিরকা‌দিম পৌরসভার সা‌বেক প‌্যা‌নেল মেয়র হাজী আবদাল হো‌মেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আ‌রো শোকপ্রকাশ ক‌রে‌ছেন ৪নংওয়ার্ড ক‌াউন্স‌িলার হাজী মোঃ দ্বীন ইসলাম । ‌তি‌নি ৩০ বছর শিক্ষাকতা ক‌রে‌ছেন প‌রে সহকারী প্রধান শিক্ষক হিসা‌বে দা‌য়িত্ব পালন ক‌রেন । আজ সোমবার রাতে আব্দুল্লাহপুর শশ্মানে ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira