৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ জহুরুল আলম জসিম বলেন, সু-শিক্ষিত হওয়ার পাশাপাশি আলোকিত মানুষ হয়ে সুন্দর জীবন গড়ে দেশ জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে আজকের শিক্ষার্থীদের কে দায়িত্ব নিতে হবে। নিয়মিত স্কুলে শিক্ষকদের হতে শিক্ষা পাঠ গ্রহণ করতে হবে। কোচিং সেন্টার নির্ভর শিক্ষাগ্রহণ থেকে ফিরে আসতে হবে। আগামী শিক্ষার্থীরা নতুন কারিকুলাপে শিক্ষা গ্রহণ করবে তার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণ করার জন্য জননেত্রী শেখ হাসিনার শিক্ষাবান্ধন সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয়কে। তাই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ছাড়া অন্য কোন বিকল্প হতে শিক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীরা অকৃতকার্য হবে। ১২ ফেব্রুয়ারী সকাল ১১টায় কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের এসএসসি বিদায় ও ৬ষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো” ওমর ফারুক সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য ইলিয়াস খাঁন, হলিগ্রাম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক যাছমা বেগম, বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মাওলানা আরিফ বিল্লাহ, সহকারী শিক্ষক নিবেদিতা দাশ গুপ্তা, মোঃ জাহাঙ্গীর আলম, বাবু পলাশ, আমেনা বেগম, আব্দুল্লাহ আল মামুন। বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অধ্যায়রত ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে জুঁই আক্তার ও সরোওয়ার গণি। মানপত্র পাঠ করে সাবিকুন নাহার, অনুষ্ঠানে বিধায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পরীক্ষার হলের শিক্ষাসামগ্রী উপহার প্রদান করা হয়।
Leave a Reply