কুষ্টিয়া দৌলতপুরে শেহালা গ্রামের মালিথা পাড়া মোড়ে (২৩এপ্রিল) শুক্রবার শালিশ বৈঠক কে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্য সহ আহত হয়েছেন ৯ জন । মেম্বারের পরিবার ও এলাকাবাসী জানান, চাকুরী দেওয়ার কথা বলে টাকা নেয় স্থানীয় পলাশ নামে একব্যক্তি।
সেই টাকা ফেরত দিতে না পারায় শুক্রবার সকাল ১০ টায় সালিশী বৈঠক বসে। সালিশে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে পলাশের লোকজন মেম্বার ও তার লোকজনের উপর হামলা চালিয়ে ৫ জনকে গুরুতর আহত করে । আহতদের চিৎকারে গ্রামবাসী ছুটে আসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পলাশ দাবি করেন, সালিশী বৈঠক চলাকালীন সময়ে কিছু বুঝে উঠার আগে রিন্টু মেম্বারের লোকজন আমাদের উপর আক্রমন চালায় আমার বিরুদ্ধে অনেক আগ থেকে তারা ষড়যন্ত্র করে আসছে। আমাদের ৪ জন আহত হয়েছে তাদের দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেছে।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জহুরুল আলম জানান, সালিশি বৈঠকে সংঘর্ষে ঘটনা শুনেছি ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply