কুমিল্লা জেলা বাংলাদেশ চট্টগ্রাম রেঞ্জের পুলিশের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হলেন, তিতাস থানার চৌকস ও সাহসী অফিসার এসআই মোঃ বিল্লাল হোসেন।
( ২২ ফেব্রুয়ারি) সোমবার জেলা সুপার পুলিশ কার্যালয়ে এসআই মোঃ বিল্লাল হোসেন এর হাতে নগদ ৫ হাজার টাকা ও একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।
কুমিল্লা জেলার ১৮ টি থানার সকল অফিসারদেরকে পিছনে ফেলে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। মামলার রহস্য উদঘাটন বিষয়ে তিনি এই গৌরব অর্জন করেন।
মোঃ বিল্লাল হোসেন বলেন, আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশা-পাশি আমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম এর কাছে আমি ঋণী। কারণ তিনি আমাকে সহযোগিতা না করলে হয়তো আমি জেলার শ্রেষ্ঠ হতে পারতাম না।তার সাথে আমার কর্মরত থানার সকল পুলিশ সদস্য বৃন্দকে অসংখ্য ধন্যবাদ।
Leave a Reply