ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি গৌরীপুর ওভারব্রীজ সংলগ্ন মতলব এক্সপ্রেস নামে একটি বাসে অগ্নি দুর্ঘটনা ঘটে, উক্ত ঘটনায় ২জন নিহত, ৯জনকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে পাঠানো হয়েছে , অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
উক্ত ঘটনার সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানা দাউদকান্দি হাইওয়ে থানা ফায়ার সার্ভিস লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উক্ত দুর্ঘটনার সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে সান্ত্বনা দেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।
Leave a Reply