গতকাল(শুক্রবার) বিকাল ৩টা০১মিনিটে কাব্যসুধা উন্মুক্ত গ্রন্থাগারে অনুষ্ঠিত হলো সাপ্তাহিক কবি কণ্ঠে কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা অনুষ্ঠান। সামাজিক ও নৈতিকমূল্যবোধ সৃষ্টিতে বই ও লেখকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন আলোচকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাব্যসুধা উন্মুক্ত গ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা পরিচালক রুদ্র আচার্য্য, দক্ষিণবঙ্গ নিউজ এর সহ বার্তাসম্পাদক ও দ্বীপ টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক এস এ মিশন,আবুল কালাম আজাদ সহ উদীয়মান তরুণ কবি ও পাঠক।
কবি ও পাঠকের মাঝে বন্ধন সৃষ্টিতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। সকলের প্রচেষ্টায় এমন আয়োজন অব্যহত থাকবে। উপস্থিত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন এবং লেখনীর উপর আলোচনা পেশ করেন। কবিতা পাঠ করেন কবি মুন্না, মুহাইমিনুল ইসলাম মিলন, শাহাদাৎ হোসেন সহ আরও অনেকে।
Leave a Reply