করোনার সংক্রমণ রোধে সরকারের বিধি নিষেধ মেনে চলার জন্য মুন্সীগঞ্জ জেলাবাসীর প্রতি আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সজল ঘোষ । আজ শনিবার (২৪ শে ) দুপুরে গনমাধ্যমে পাঠানো বার্তায় এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সজল ঘোষ বলেন, ‘করোনার বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার অনেক চেষ্টা করছে। সরকারের এই প্রচেষ্টায় আমাদের সকলকে সহায়তা করতে হবে। ডাক্তার, প্রশাসনসহ সবাই সহায়তা করছে। করোনা শুধু বড় লোকের জন্য, আমার কিছু হবেনা এমন মানসিকতা দেখানো যাবেনা। সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে।’
Leave a Reply