আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কক্সবাজার চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড হিন্দু পাড়ায় শান্তি বাবুর বাসা- বাড়িতে সকাল আনুমানিক ৮:৩০মিনিটের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চকরিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। চকরিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের অফিসার দ্বীপ টিভিকে জানান আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।ক্ষতিগ্রস্ত ৪ বাসা ভাড়াটিয়ার পরিচয়: ১) বন্দনা দাস,(বিধবা, স্বামী নেই) সদস্য সংখ্যা ৩ জন, মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করে। ২) নির্মলশীল, সদস্য ৪ জন। ৩) সুজিত দে, সদস্য ৩ জন, ৪) রিপন দাস, সদস্য ৪ জন।
এদিকে আগুনের সূত্রেপাতের বিষয়ে কিছু জানা না গেলেও পুড়ে যাওয়া বাড়িতে, নগদ টাকা, স্বর্ণ, কাপড়, আসবাবপত্র ইলেকট্রনিক সামগ্রী, পুড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে এ অসহায় মানুষরা ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিছে অবস্থান করছে, অগ্নিকান্ডে আনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষতি হতে পাড়ে বলে জানা গেছে।
এ সময় চকরিয়া পৌরসভা মেয়র আলমগীর চৌধুরী’র নির্দেশক্রমে ছুটে যাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়া উপস্থিত থেকে পরিদর্শন করেন জফর আলম (কালু) কাউন্সিলর ৪নং ওয়ার্ড ও ফারহানা ইয়াসমিন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন- আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে থাকব।
Leave a Reply