কক্সবাজারে পেকূয়া উপজেলার সদরে নুইন্যামুইন্যা ব্রীজ এলাকায় জমিতে পড়ে থাকা অবস্থায় ৩৭ মোহছেনা নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ২৫ জানুয়ারী সকালে স্থানীয়রা দেখতে পায় বোরকা পড়া এক নারী ব্রীজ সংলগ্ন জমিতে পড়েে আছে । এসময় প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেয়; পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এদিকে পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক ভাবে ওই নারীর পরিচয় পেয়েছে পুলিশ, পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হওয়া আইডি কার্ডের ফটোকপি অনুযায়ী তার নাম মোহছেনা আক্তার, তিনি কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমেদের মেয়ে। পেকুয়া থানার অপারেশন অফিসার মোজাম্মেল হোসাইন বিষয়টি নিশ্চিত করে দৈনিক দিন প্রতিদিন এবং দ্বীপ টিভিকে বলেন- “ওই নারী বোরকা পড়াছিল, তার শরীরে কয়েকটি চিহ্ন পাওয়া গেছে” ইতিমধ্যে আমরা পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।
Leave a Reply