ইসলামের প্রেম হৃদয়ে ছিল বলেই,সুন্দর সমাজ গঠনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
ইসলামিক ফাউন্ডেশনের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২২ মার্চ কক্সবাজার জেলা কার্যালয় আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এ কথা বলেন।
তিনি আরো বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, মসজিদ পাঠাগার প্রকল্প, বিশাল প্রকাশনা সংস্থা ইসলামী মূল্যবোধ প্রচারে ভুমিকা রাখছে।
দেশব্যাপী প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে ৫৬০ টি মডেল মসজিদ প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পটি দ্রুত সমাপ্তির পথে এবং এটি বাস্তবায়িত হলে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আরো বেশি গতিশীল হবে।
উপ-পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি পরিচালক সরওয়ার আকবর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া সুন্নিয়ার অধ্যক্ষ শাহাদত হোসেন আল-কাদেরী এবং জেলা ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ছিদ্দিকী।
আলোচনা সভার পূর্বে সকাল ৮টায় খতমে কুরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
Leave a Reply