মাদারীপুরের শিবচর উপজেলার দোতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বাবা মনির মিয়া, মা হেনা বেগম এবং দুই বোন সুমী ও রুমির লাশ দেখে অঝোরে কাঁদছে ৯ বছর বয়সী শিশু মিম। তাকে সান্ত্বনা দেয়ারও কেউ নেই। স্বজন হারানোর কান্না থামছেই না।
মিমের বাবা খুলনার তেরখাদা উপজেলার পারুখালি এলাকায় মনির মিয়া তার পরিবার নিয়ে থাকতেন ঢাকার মিরপুরে। সেখানে টেইলার্সের দোকান ছিল।
রোববার (২ মে) দুপুরে মিমের দাদি মারা যান। দাদির লাশ দেখতে পরিবারের সঙ্গে স্পিডবোটে করে গ্রামে যাচ্ছিল মিম। সোমবার (৩ মে) সাড়ে ৭টার দিকে বাংলাবাজার ঘাটে নোঙর করা বালুবোঝাই ‘শিফান শায়হান’ নামের বালুভর্তি বাল্কহেডে ধাক্কা খায় স্পিডবোটটি। এতে ঘটনাস্থলেই ২৬ যাত্রী প্রাণ হারান। যাদের মধ্যে রয়েছে শিশু মিমের মা বাবা ও দুই বোন।
দাদির লাশ দেখতে যাচ্ছিল মেয়েটি। এখন মা-বাবা ও দুই বোনের লাশ নিয়ে তাকে ফিরতে হচ্ছে।
Leave a Reply