চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে আলমগীর জয় পরিচালক জানালেন মহদীপুর ঈদগাহ ময়দানে আজ ২৪ তারিখ শনিবার সাকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ফ্রি এই রক্ত গ্রুপের কাজ করা চলবে । চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মহোদিপুর ঈদগাহ ময়দানে, এ সময় উপস্থিত ছিলেনঃ ডাঃ আব্দুল্লাহ হিল বাকি (অ়ংকুর) (মেডিকেল অফিসার,শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ) মোঃ ইব্রাহিম খলিল,প্রধান শিক্ষক, শিবগঞ্জ ইসলামি একাডেমি আলমগীর জয়,পরিচালক, গৌড় শিবগঞ্জ (ম্যাংগো সিটি) মোঃ সাইফুল ইসলাম রানা ।
ব্যবসায়িক রানা ঔষধ ঘর সিনিয়ার এডমিন মোস্তফা আলী মোঃ নুর আলম সবুজ সভাপতি, দিগন্ত রক্ত ফাউন্ডেশন পথশিশু কল্যান ফাউন্ডেশনের জেলা শাখার সমন্বয়ক মোঃ পিয়ার হোসেন সৈয়দ আহমেদ মোরসালিন, সাকিম খান, এহতেশাম শুভ, আব্দুল্লাহ আল আরিফ আরও উপস্থিত ছিলো গৌড় শিবগঞ্জ (ম্যাংগো সিটি) গ্রুপের এডমিন, মডারেটরগণ এবং চাভালির রক্ত ফাউন্ডেশনের প্রতিনিধিগণ এবং স্থানীয় মনুষ জন বেশ কিছু সাংবাদিক লোকজন উপস্থিত ছিলে ।
Leave a Reply