মানুষ মানুষের জন্য এ কথা কে বাস্তবে রপান্তিত করে চায়ের টেবিলে আলোচনার ইসু এখন আমজাদ হাট
ইউনিয়নের বন্ধু সংগঠন, ফেনী জেলার আমজাদ হাট ইউনিয়ন এলাকায় এ কিছু তরুন উদীয়মান এর উদ্যোগে সংগঠনের জন্ম ২০২০ সালে, করোনা পপরিস্থিতিতে বিশ্ব যখন থমকে গিয়েছে ঠিক তখনি জন্ম নেই অসংখ্য মানবতার ফেরিওয়ালা মূলক সংগঠন, আর সে সংগঠন গুলির মধ্যে অন্যতম সংগঠন হল ফেনী জেলার আমজাদ হাট বন্ধু সংগঠন, মহামারি কোভিড ১৯ কারনে যখন বিশ্বের বিভিন্ন দেশ যখন লকডাউন ঘোষণা দেই, ঠিক বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের সাথে তালমিলিয়ে বাংলাদেশ ও লকডাউন ঘোষণা করে, আর এ বাংলাদেশের লকডাউনের কারনে থমকে যাই বাংলাদেশের অর্থনৈতিক চাকা, এ লকডাউনের কারনে বন্ধু হয়ে যাই গ্রাম গঞ্জের বাজার, কৃষিকাজ সহ খেটে খাওয়া দিনমজুর এর নিত্যদিনের কাজ না খেয়ে দিন কাটাতে হয়েছে এই দিনমজুরের এ করোনা পরিস্থিতিতে মৃত্যু যখন মানুষকে হাতছানি দিচ্ছে অর্থনৈতিক অভাবে যখন দিনের পর দিন না খেয়ে পার করছে গ্রামের অসহাই মানুষ ঠিক তখনি ফেনী জেলার ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়নের কিছু মেধাবী সফল যুবকের প্রচেষ্টায় গঠিত হয় এ বন্ধু সংগঠনের।
এ বন্ধু সংগঠনের উদ্দেগে ফেনী জেলার ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়নের অনেক অসহাই মানুষ কে শীত বস্ত্র, খাদ্য,চিকিৎসাভাবত নগত অর্থ,কিছু অসহায় পরিবার কে ঘর নির্মান সহ কিছু অসহায় বোনের বিবাহ প্রধান করে এ বন্ধু সংগঠন এখন অসহায় মানুষের আস্থার ঠিকানা বন্ধু সংগঠন
Leave a Reply