যশোর অভয়নগরে ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ (বিএল) উদ্ভিদ – বিজ্ঞানের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সমশপুর গ্রামে।
অভয়নগর উপজেলারপায়রা ইউনিয়নের সমশপুর গ্রামের তুষার কান্তি বিশ্বাসের মেয়ে রুপা বিশ্বাস (২২) পিতৃলয়ে এসে গলায় দড়ি দেন।
পারিবারিক ও স্থাণীয় সুত্রে জানা গেছে,রুপা বিশ্বাসের সাথে বিয়ে হয় জেলার মনিরামপুর উপজেলার অন্তর্গত সোজাতপুর গ্রামের সেনাবাহিনীতে চাকুরিরত টুটুল বিশ্বাসের সাথে।
দাম্পত্য জীবনে একটি পাঁচ মাসের একটি শিশু রয়েছে।অনার্স ফাইনাল পরীক্ষা খারাপ হওয়ায় সে পিতৃলয়ে এসে বাক -বিতন্ড করে এবং বলে তাঁর পাঁচ মাসের শিশু সন্তানের জন্যই পরীক্ষা খারাপ হয়েছে।এসএসসি ও এইচ এস সি’তে রেজাল্ট খুবই ভাল।
মঙ্গলবার ২৩ মার্চ ২০২১ ইং আনুমানিক রাত ৮ টার দিকে রুপার মা ও শাশুড়ি তার শিশু সন্তানকে ডাক্তার দেখাতে আসলে সেই ফাঁকে ঘরে দড়ি দিয়ে গলায় দড়ি দেয়। ঝুলন্ত অবস্থায় চাচাতো ভাইয়েরা দরজা ভেঙে লাশ উদ্ধার করে। স্থাণীয় লোকজন ও পরিবারের সদস্যরা লাশ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
Leave a Reply