অভয়নগরে গতকাল ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুব্রত রায় নামের এক কলেজ ছাত্র পারিবারিক কলহের জের ধরে মাছের দেয়া গ্যাসের ট্যাবলেট খেয়ে মৃত্যু বরন করেছে।
খুলনা ফুলতলা থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান,যশোর জেলার অভয়নগর উপজেলার ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নের নলামারা গ্রামের কৃষ্ণ পদ রায়ের পুত্র সুব্রত রায় গতকাল সকালে প্রায় ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে মাছের দেয়া গ্যাস ট্যাবলেট খায়। স্থানীয় লোকজন টের পেয়ে তাৎক্ষণিকভাবে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেভর্তি করে পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পুলিশ লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে ফুলতলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply