1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

কাপ্তাই লেকে আটকে পড়া ১৭৫ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে রাঙ্গামাটি জেলা পুলিশ

বাবলা দে, চট্টগ্রাম:
  • আপডেট: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
কাপ্তাই লেকে আটকে পড়া ১৭৫ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে রাঙ্গামাটি জেলা পুলিশ
কাপ্তাই লেকে আটকে পড়া ১৭৫ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে রাঙ্গামাটি জেলা পুলিশ

৪ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলায় ভ্রমনে আসেন চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ছাত্র সমন্বয়ে ১৭৫ জনের একটি পর্যটক দল গত ০৪/০২/২০২৩ খ্রিঃ তিনটি বাস যোগে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি ভ্রমনে আসেন। তারা বেলা অনুমান ১২.০০ ঘটিকায় কাপ্তাই লেকের রাঙ্গামাটি শহরস্থ উন্নয়ন বোর্ড ঘাট থেকে আজমীর নামক একটি লঞ্চ ভাড়া করে শুভলং ভ্রমণে যান। শুভলং ও আশপাশে অন্যান্য এলাকা ঘুরে ফেরার পথে বিকাল অনুমান ৩.৩০ ঘটিকায় বালুখালী ইউনিয়নের কেল্লামুড়া পেদা টিং টিং নামক রেস্টুরেন্টের সামনে একটি ডুবো চরে লঞ্চ আটকে যায়। ট্রলার চালক বিভিন্নভাবে চেষ্টা করে লঞ্চটি ডুবোচর থেকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হলেও লঞ্চটি উদ্ধার না হওয়ায় লঞ্চে থাকা ছাত্র-শিক্ষক তথা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতোমধ্যেই সন্ধ্যা নেমে এলে তাদের মধ্য থেকে জনৈক ছাত্র পুলিশী সহায়তার জন্য ৯৯৯ এ ফোন করেন। ৯৯৯ থেকে বিষয়টি রাঙ্গামাটি পুলিশ কন্ট্রোল রুমকে জানানো হয়।

অতঃপর পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে অবহিত হয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ বিপিএম (বার) মহোদয়ের নেতৃত্বে তথ্য প্রযুক্তি মাধ্যমে কাপ্তাই লেকে আটকেপড়া পর্যটকদের লোকেশন নির্ণয় করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড ডিএসবি) জনাব শাহনেওয়াজ রাজু বিপিএম, পিপিএম মহোদয়। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোঃ জাহেদুল ইসলাম মহোদয়, ওসি কোতয়ালী জেলা ও নৌ পুলিশের সদস্যদের উদ্ধারকারী একটি দল স্পিড বোট যোগে ঘটনাস্থলে প্রেরণ করেন। উদ্ধারকারী দল সেখানে পৌঁছে বিকল্প একটি লঞ্চের মাধ্যমে আটকে পড়া আজমীর নামক লঞ্চটি উদ্ধার করে ১৭৫ জন পর্যটক সহ রাত্রী অনুমান ৮.০০ ঘটিকায় উন্নয়ন বোর্ড ঘাটে নিরাপদে নিয়ে আসেন।

পর্যটক দলের সকলেই দ্রুততম সময়ে কাপ্তাই লেকের দূর্গম স্থান থেকে উদ্ধার হয়ে নিরাপদে ফিরে আসতে পারায় রাঙ্গামাটি জেলা পুলিশের ভূয়সী প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira