যশোরে মোটরসাইকেল আরোহী নারী-পুরুষের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে র্যাব। র্যাব-৬ যশোর ক্যাম্প থেকে জানানো হয়েছে, আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে তাদের একটি টিম শহরের শংকরপুর এলাকায় মেডিকেল কলেজের মেইন গেটের সামনে অভিযান চালায়। সেখান থেকে ওই সময় মোটরসাইকেল আরোহী দুই নারী-পুরুষকে আটক করা হয়।
এরা হলেন, শংকরপুরের বিষ্ণু রায়ের ছেলে প্রসেজিৎ রায় (২৬) এবং বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার শহিদুল ইসলামের স্ত্রী সন্ধ্যা ইসলাম বৃষ্টি (২২)।
তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের মোটরসাইকেলটিও জব্দ করা হয় বলে জানায় র্যাব। তবে অভিযুক্ত দুইজনের কারও বক্তব্য জানা যায়নি।
Leave a Reply