চুনতি ১৯দিন ব্যাপী ঐতিহাসিক আন্তর্জাতিক সীরাতুন্নবী (সঃ) ২২শে সেপ্টেম্বর ৫৫ তম দিবসে লাখো মানুষের উপস্থিতিতেই বিদায় হজ্বের তাৎপর্যপূর্ণ আলোচনা করেন, বায়তুশ শরফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা আব্দুল হাই নদভী। মানবজাতির ইতিহাসে শিক্ষা বিদায় হজ্বের ভাষন একটি দলিল। মানবজাতির ন্যায় বিচার,সাম্য, অধিকার মানবজাতির শিক্ষা বিষয়ক একটি দলিল। মহানবী হযরত মুহাম্মদ (সঃ) বিশ্ববাসীর সামনে মানবজাতির চলার শিক্ষা পেশ করে গেলেন। তিনি পুরা সারাংশ বিদায় ভাষনে উপসংহার তুলে ধরেছেন।
অন্যান্য মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া লোহাগাড়ার সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ সাহদাত হোসেন, কুমিল্লা নাগাশয় দরবারের পীর সাহেব আলহাজ্ব মাওলানা মোস্তাক ফয়েজী, বায়তুশ শরফের অধ্যক্ষ ডঃ নোমান, ঢাকা নারায়ণগঞ্জ জৈনপুরি দরবারের পীর সাহেব স্যায়দ ডঃ এনায়াতু উল্লাহ আব্বাসী, আ,ক,ম,আব্দুল কাদের প্রভাষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আরবি বিভাগের প্রফেসর জনাব গিয়াসউদ্দিন তালুকদার, মাওলানা ডঃ শহিদুল্লাহ বারকতি, মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, বনফুল এন্ড কোম্পানীর এমডি আলহাজ্ব শুক্কুর সাহেব, লোহাগাড়া উপজেলা সাবেক ছাত্রনেতা এ,টি এম জাহেদ চৌধুরী, চুনতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ,অনুষ্ঠান পরিচালনা করেন চুনতি হাকামিয়া আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ফারুক হোসেন। আখেরি মোনাজাতে মধ্যেই দিয়ে সম্পন্ন হয়েছে ১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাতুন্নবী (সঃ) মাহফিল।
Leave a Reply