আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে দর্শকদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হতে চলেছে Arin Media and Entertainment। বাঁকুড়া সিমলাপালের ভূমিপুত্র প্রযোজক বিপ্লব কুমার সিনহার উদ্যোগে মুক্তি পাচ্ছে এক*পুজোর আগে মুক্তি পাচ্ছে রোম্যান্টিক বাংলা গান ‘বৃষ্টি এলো’*
আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে দর্শকদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হতে চলেছে Arin Media and Entertainment। প্রযোজক বিপ্লব কুমার সিনহার উদ্যোগে মুক্তি পাচ্ছে এক নতুন বাংলা রোম্যান্টিক গান ‘বৃষ্টি এলো’।
এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন স্বয়ং বিপ্লব কুমার সিনহা এবং জনপ্রিয় অভিনেত্রী পূজা চ্যাটার্জি। গানটির ভিডিও পরিচালনা করেছেন চিরঞ্জিত সান্যাল, আর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিষ্ণু ও নীলাঞ্জনা।
নির্মাতাদের দাবি, ‘বৃষ্টি এলো’ কেবলমাত্র একটি গান নয়, বরং একটি আবেগ, একটি গল্প। প্রেম, বৃষ্টি আর উৎসবের মেলবন্ধনে তৈরি এই গানকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। গানটির চিত্রায়ণ ও উপস্থাপনায় রয়েছে অভিনবত্বের ছোঁয়া, যা দর্শকদের ভিন্ন মাত্রার অভিজ্ঞতা দেবে বলে আশা করছেন নির্মাতারা।
প্রযোজক বিপ্লব কুমার সিনহা জানিয়েছেন, “আমরা চেয়েছি দর্শকদের কাছে শুধু একটি গান নয়, বরং একটি অনুভূতি পৌঁছে দিতে। উৎসবের মরশুমে প্রেমের আবেশে ভাসতে পারবেন সকলে, সেই কথাই বলা হয়েছে ‘বৃষ্টি এলো’ গানে।”
পুজোর ঠিক আগে গানটির অফিসিয়াল মুক্তি হবে। নির্মাতারা আশাবাদী, এই গান শ্রোতা-দর্শকদের মন জয় করে নেবে এবং ইতিবাচক সাড়া ফেলবে। নতুন বাংলা রোম্যান্টিক গান ‘বৃষ্টি এলো’।
এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন স্বয়ং বিপ্লব কুমার সিনহা এবং জনপ্রিয় অভিনেত্রী পূজা চ্যাটার্জি। গানটির ভিডিও পরিচালনা করেছেন চিরঞ্জিত সান্যাল, আর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিষ্ণু ও নীলাঞ্জনা।
নির্মাতাদের দাবি, ‘বৃষ্টি এলো’ কেবলমাত্র একটি গান নয়, বরং একটি আবেগ, একটি গল্প। প্রেম, বৃষ্টি আর উৎসবের মেলবন্ধনে তৈরি এই গানকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। গানটির চিত্রায়ণ ও উপস্থাপনায় রয়েছে অভিনবত্বের ছোঁয়া, যা দর্শকদের ভিন্ন মাত্রার অভিজ্ঞতা দেবে বলে আশা করছেন নির্মাতারা।
প্রযোজক বিপ্লব কুমার সিনহা জানিয়েছেন, “আমরা চেয়েছি দর্শকদের কাছে শুধু একটি গান নয়, বরং একটি অনুভূতি পৌঁছে দিতে। উৎসবের মরশুমে প্রেমের আবেশে ভাসতে পারবেন সকলে, সেই কথাই বলা হয়েছে ‘বৃষ্টি এলো’ গানে।”
পুজোর ঠিক আগে গানটির অফিসিয়াল মুক্তি হবে। নির্মাতারা আশাবাদী, এই গান শ্রোতা-দর্শকদের মন জয় করে নেবে এবং ইতিবাচক সাড়া ফেলবে।
Leave a Reply