চট্টগ্রামে অবস্থানরত বিভিন্ন পেশাজীবীদেরকে নিয়ে নগরীর প্রানকেন্দ্র কাজির দেউড়ীর একটি রেষ্টুরেন্টের হলরুমে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নিজেদের ভ্রাতৃত্ববোধকে আরো সুদৃঢ় করার ও নিজেদের কল্যাণে অবদান রাখার লক্ষ্যে একটি পেশাজীবী সংগঠন গঠনের উপলব্ধি করে মতামত প্রদান করেন। তারই আলোকে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, পরোপকারী আবু জাফর মোহাম্মদ অর্পন কে আহবায়ক, শিক্ষাবিদ কমনওয়েল্থ স্কলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক ডঃ মোহাম্মদ সাহাবুদ্দিন, যুগ্ম আহবায়ক ও সমাজসেবক পরোপকারী, সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব অহিদুন্নবী চৌধুরী বাবু কে সদস্য সচিব মনোনীত করে আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এবং আগামী ৬ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত ও আগামী দিনের বিভিন্ন কর্মসূচি পালন সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, আতিকুর রহমান তুহিন, নুরুন নবী, গার্মেন্টস ব্যবসাযী কেফায়েত উল্যাহ জাবেদ, বন্দর উপসচিব হাবিবুর রসূল, শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান আরিফ, রেজাউল করিম সোহেল, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, লায়ন ফারুক আহমেদ, দেলোয়ার হোসেন, ডাক্তার ওমর ফারুক, অনুষ্ঠান উপস্থাপনা করেন আবদুল কাদের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সালাউদ্দিন রিপন, আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আজাদ আজিজ আনোয়ার হোসেন, প্রনব পাল নুর উদ্দীনসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন মুহা. নুরুন নবী এবং উপস্থাপনায় ছিলেন আব্দুল কাদের নৈশভোজে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
Leave a Reply