নিয়মিত ভূমির কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫।
মেলা উপলক্ষে বান্দরবান সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বসেছে ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরষনের উপায় সংক্রান্ত বিভিন্ন তথ্য কেন্দ্র।
ভূমির সাথে মানুষের জীবন ওতোপ্রোতভাবে জড়িত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা ভূমির সাথেই সম্পৃক্ত।
২৫মে-রবিবার তিনদিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় দ্রুত সময়ের মধ্যে পার্বত্য অঞ্চলের জনসাধারণ ভূমির অটোমেশন সুবিধা পাবেন, সেই লক্ষে কাজ করা হচ্ছে বলে তিনি জানান।
এর আগে ভূমি মেলা উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে র্যালী বের করা হয়, র্যালীটি শহরেরে প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদে এশে শেষ হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ,বিভিন্ন পাড়ার হেডম্যান, কারবারি বৃন্দ এবং স্কুল ও কলেজের ছাত্রছাত্রী বৃন্দ র্যালীতে অংশগ্রহণ করেন।
পরে বেলুন উড়িয়ে তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন ভূমি সংক্রান্ত জটিলতা নিয়ে আমরা দীর্ঘদিন ভূগছি, সময়ের সাথে সাথে জটিলতা নিরষনে সরাকার অনেক আইন প্রনোয়ন করেছে।সরকার সম্প্রতি ভূমির অটোমেশন পক্রিয়া করেছে,যদিও পার্বত্য অঞ্চলে এই সুবিধাটা আমরা এখনো পাচ্ছি না।
মেলার এই আয়োজনের মাধ্যমে সকলেকে উদ্বুদ্ধ করতে এবং আমরাও যেনো পার্বত্য অঞ্চলের জনসাধারণ অটোমেশন সুবিধা গ্রহণ করে ঘরে বসে জমি মিউটেশন ও কর প্রদানের সুযোগ পাই তার জন্য সিস্টেম জেনারেট করে সেই চেষ্টা করবো।
এসময় প্রধান অতিথি বলেন আগে মালিকানা ভিত্তিক আরএস জরিপ হয়েছে, আমরা চাই প্লট ভিত্তিক জায়গা নির্ধারণ করে জরিপ করতে এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় ভূমি সম্পর্কে বিভিন্ন বিষয় আগামীর প্রজন্মের কাছে তুলে ধরতে ছাত্র- ছাত্রীদের উদ্বুদ্ধ করেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মনজুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নবাব আলী,সহকারী কমিশনার, নাজিফা রহমান খান’সহ সিনিয়র কর্মকর্তা গন।
এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ,পাড়া কারবারি, হেডম্যান ও স্কুল কলেজের ছাত্রছাত্রী বৃন্দ।
Leave a Reply