1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

পুনর্মিলনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার উন্নয়নমূলক কর্মকান্ডে কে.সি.দে ইনস্টিটিউট সুনাম কুড়িয়েছে

বাবলা দে , চট্টগ্রাম মহানগর :
  • আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫
পুনর্মিলনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার উন্নয়নমূলক কর্মকান্ডে কে.সি.দে ইনস্টিটিউট সুনাম কুড়িয়েছে
পুনর্মিলনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার উন্নয়নমূলক কর্মকান্ডে কে.সি.দে ইনস্টিটিউট সুনাম কুড়িয়েছে

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, কে.সি.দে ইনস্টিটিউট একটি শতবর্ষী পুরনো প্রতিষ্ঠান। এটি বিভাগীয় কমিশনার অফিস ও জেলা প্রশাসক কার্যালয়ের মিনিস্টেরিয়াল অফিসার্স সমন্বয়ে গঠিত। সকল কর্মকর্তার আন্তরিকতায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি আজ সুনাম কুড়িয়েছে। এই ধারাবাহিকতা রক্ষা করতে পারলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে সুনামের সাথে আরও অনেকদূর এগিয়ে যাবে।

গতকাল ২৩ মে শুক্রবার সকালে নগরীর ফয়’স লেকস্থ সী-ওয়ার্ল্ডে কে.সি.দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) আয়োজিত সংবর্ধনা, অবসরপ্রাপ্ত সদস্যদের বয়স্কভাতা, শিক্ষা অনুদান প্রদান, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কে.সি.দে ইনস্টিটিউটের সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সবদের হোসেন ও আবৃত্তিকার এডভোকেট মিলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ফয়’স লেকস্থ সী-ওয়ার্ল্ডের মহাব্যবস্থাপক মেজর এনামুল করিম (অব.)।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক এবং সংবর্ধনা, বয়স্ক ভাতা প্রদান, শিক্ষা অনুদান উপকমিটির আহ্বায়ক লেখক ও সংগঠক নুরুল মুহাম্মদ কাদের। অনুষ্টানে সংগঠনিক ও কাজের দক্ষতার স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসক কার্যালয়ের নাজির ও কে.সি.দে ইনস্টিটিউটের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় এডহক কমটির আহবায়ক নির্বাচিত হওয়ায় ডিসি অফিসের উপ সহকারী প্রশাসনিক কর্মকর্তা ব এস এম আরিফ হোসেন ও অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আবদুল মজিদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে অবসরগ্রহণকারী বিভাগীয় কমিশনার অফিস ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ৩৩ জন কর্মচারীকে বিদায় সংবর্ধনা, ৯৮ জনকে বয়স্ক ভাতা ও ১০৬ শিক্ষার্থীকে শিক্ষা অনুদান প্রদান করা হয়।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কে.সি.দে ইনস্টিটিউটের উপদেষ্টা সদস্য মোঃ হোসেন, সহ-সভাপতি নেপাল কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক, মোহাং জিন্নাত আলী চৌধুরী, অর্থ সম্পাদক ফজলে আকবর চৌধুরী, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক সৈয়দ মোঃ এরশাদ আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ আলী, ক্রীড়া সম্পাদক উদয় শংকর সেন, নির্বাহী সদস্য এস.এম. আরিফ হোসেন, মোঃ শহিদ উল্ল্যাহ, স্বদেশ শর্মা, মোঃ কামরুল ইসলাম ও মোঃ শফিউল আলম। সংবর্ধিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল মন্নান।

অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি শওকত হোসেন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আমির কাসেম, মুজিবুর রহমান, সদস্য প্রদীপ কুমার চৌধুরী, উদয়ন কুমার বড়–য়া, এম এ হাসান, জামাল উদ্দিন খান শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অনুদান প্রদান করেন। সবশেষে শিল্পী দিয়া ও রাইসা খানের কন্ঠে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira