১০শে মে (শনিবার )সকাল আনুমানিক সাড়ে দশটার সময় মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের গোলাপ রায়ের দিঘীরপাড়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় তিন জন গুরতর আহত হয়েছে। আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটার সময় মুন্সীগঞ্জ থানাধীন পঞ্চসার ইউনিয়নের গোলাপ রায়ের দিঘীরপাড় এলাকার সোহরাব মন্ডলের বাড়িতে অনাধিকার প্রবেশ করে পুর্ব বিরোধের জের ধরে হামলাকারী অতর্কীত হামলা চালায় এসময় তিনজন আহত হয়েছে। আহতরা হলেন- মোঃ গিয়াস উদ্দিন মন্ডল (৬০) পিতা-মৃত: হাজী সোহরাব মন্ডল,ফয়সাল মন্ডল (৩২), মো: রাফিন(৩০) উভয় পিতা- মো: গিয়াস উদ্দিন মন্ডল। আহত গিয়স উদ্দিন বলেন জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমিনুল পাগলা (৩৬) পিতা- নুরু মিয়া, গ্রাম- পালপাড়া মালির পাথর, সফি উদ্দিন(৪৫), পিতা- মৃত: সোহরাব মাদবর, ওসমান দেওয়ান(৩৫) পিতা-অজ্ঞাত, উভয় সাং গোলাপ রায়ের দিঘীরপাড়, সর্ব থানা- জেলা-মুন্সীগঞ্জসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের সাথে বাক বিতণ্ডা হয়। আর এ বাক বিতন্ডার একপর্যায়ে বিবাদীগন ভিকটিম মোঃ গিয়াস উদ্দিন মন্ডল ও তার দুই ছেলেকে মারপিট করে গুরুতর আহত করে। এসময় স্থানীয় লোকজনসহ তাদের আত্মীয়-স্বজন উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন।মুন্সীগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে হাসপাতালে উপস্থিত হয়ে তাদের খোঁজ খবর নেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে উক্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে পুলিশ সুত্রে জানায়।
এবিষয়ে মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম বলেন, মারামারির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। মামলা রজু হলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply