নানান রকমের বৈশাখী সাজ ও রকমারি চুরি ফিতা দিয়ে সেজে বৈশাখী গান গেয়ে আনন্দ আর উল্লাসে বৈশাখী পালন আমাদের একটি ঐতিহ্য। প্রবাসে কর্মব্যস্ততার মধ্য দেশীয় আমেজে বৈশাখী পালন করতে না পারলে ও প্রবাসীদের বৈশাখী আয়োজনে ভালোবাসার কমতি ছিল না।
ইতালির মিলানে কয়েকজন প্রবাসী নারী ও বন্ধুদের আয়োজনে উৎসাহ উদ্দীপনায় নানান আয়োজনে পালিত হয়েছে বৈশাখী অনুষ্ঠান। ছোট সুনামনিদের ফ্যাশন শো, নৃত্য সংগীত আর পান্তা ইলিশ সহ ভিন্ন রকমের বর্তা দিয়ে বৈশাখী খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে ইতালির ব্রেসিয়া থেকে আমন্ত্রিত নৃত্য শিল্পী মোনালিসার নৃত্য ছিল মন মাতানো। এছাড়াও স্থানীয় কথা, অইতি, মোমিতা ও জোয়িতার নাচ ছিল চোখে পড়ার মত। তাদের নৃত্যের তালে তালে উপস্থিত সবাইকে মাতিয়ে রাখেন।
কৃষ্ণ চন্দ্র কর এর প্রাণবন্ত উপস্থাপনায় বৈশাখী অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দরা সুন্দর আয়োজনের প্রশংসা করেন এবং আগামীতে আরো বড় পরিসরে বৈশাখী আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
মিলানের বিশিষ্ট সংগীত শিল্পী জিসা শ্যাম, ব্রেসিয়া থেকে আগত এমিলি সাহা, মন্চা থেকে আগত গুরু মনির ও তবলা বাদক অরূপ দত্ত এর মন মাতানো সংগীত উপস্থিত প্রবাসীদের কে আনন্দ উল্লাসে মাতিয়ে রাখে।
ছোট আয়োজনের মধ্য ও সকলেই আনন্দ আর উল্লাসের কমতি রাখেন নি। সবাই মনে করেন প্রবাসে বৈশাখী অনুষ্ঠানের যে স্বাধ ও ভালোবাসা ছিল তা পরিপূর্ণ হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।
Leave a Reply