1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রিকেট ইতালির টুর্নামেন্টের গ্রুপ বাছাই সম্পন্ন: সোমবার উদ্বোধনী খেলা

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি, ইতালি :
  • আপডেট: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ ক্রিকেট ইতালির টুর্নামেন্টের গ্রুপ বাছাই সম্পন্ন: সোমবার উদ্বোধনী খেলা
বাংলাদেশ ক্রিকেট ইতালির টুর্নামেন্টের গ্রুপ বাছাই সম্পন্ন: সোমবার উদ্বোধনী খেলা

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশ ক্রিকেট ইতালির আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি রোমে প্রবাসীদের উদ্যোগে প্রথম কোনো বড় ধরনের ক্রিকেট ইভেন্ট।

টুর্নামেন্টে ১৬টি দল রেজিস্ট্রেশন করে। পরে ইতালির রোমে অবস্থিত সপ্তম আশ্চর্যের স্হান কলোসিয়ামের সম্মুখে‌ লটারির মাধ্যমে আটটি গ্রুপ নির্ধারিত করা হয়।

বাংলাদেশ ক্রিকেট ইতালির কর্ণধার ইমন‌ রহমান জানান যাদের ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা, কিংবা যারা নতুনভাবে খেলতে চান, তাদের জন্য এটি এক অসাধারণ সুযোগ। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আপনি শুধু নিজের খেলার দক্ষতা প্রদর্শন করতে পারবেন না, বরং নতুন বন্ধু তৈরি করারও এক সুবর্ণ সুযোগও‌ এ আয়োজন। এছাড়াও মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের খেলাধুলার‌ এ আয়োজন।

জানা‌ যায় ১৪ই এপ্রিল পনতে মোমোলো ক্রিকেট মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ও খেলায় অংশগ্রহণ করবে নিন্মোক্ত দলগুলোর‌ মধ্য কুমিল্লা ক্রিকেট ক্লাব বনাম ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব, রোম বাংলা বনাম সিলেট স্ট্রাইকার, বাংলা টাইগার বনাম রোম কাসিলিনা,‌ মন্তেভেরদে ক্রিকেট ক্লাব বনাম আইটি বাংলা, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ বনাম অস্পিতা ক্রিকেট ক্লাব, স্টার ১১ ক্রিকেট বনাম ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব, টারমিনি স্পোর্টিং বানান মালিয়ানাওয়ারিয়রস, কেরানীগঞ্জ বয়েজ ক্লাব বনাম এ ও এস ইয়াং স্টার।

এছাড়াও খেলা উপভোগ করতে রোমের সামাজিক, ব্যবসায়ীক , ক্রীড়া সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানান ইতালিতে অবস্থানরত বাংলাদেশের অভিবাসী কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং অটুট বন্ধন তৈরি করতেই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira