চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর নোয়াগাঁও গ্রামে হিলফুল ফুজুল উত্তর নোয়াগাঁও নামক সামাজিক সংগঠনের ব্যবস্থাপনায় ৮ম বারের মতো “নামাজ প্রশিক্ষণ” কর্মসূচীর অনুষ্ঠিত হয়। ১ মার্চ (শনিবার) সকাল ১০ ঘটিকায় এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে অত্র সংগঠনের সভাপতি সিফাত হোসেন সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মাবুদ, তিনি বলেন বর্তমান সময়ে এমন একটি কর্মসূচী প্রশংসার দাবিদার।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা ইলিয়াছ আশরাফি, মুহাম্মদ মইন উদ্দীন আল ইসলাম, মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মুহাম্মদ দেলোয়ার হোসেন, ইমরান হোসেন রানা, মুহাম্মদ ওবায়দুল্লাহ। এতে আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের অন্যতম সদস্য মুহাম্মদ ইয়াছিন আরফাত আসিফ, মুহাম্মদ তউসিফ, আরফাতুল ইসলাম নয়ন, সাকিব, রাশেদুল ইসলাম রাকিব, মুহাম্মদ রাকিবুল ইসলাম, নুরুল আজিম ফয়সাল, মাওলানা আরফাত, মারুফ, শাখাওয়াত হোসেন প্রমুখ।
অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রিফাতুল ইসলাম তার বক্তব্যে বলেন, চরিত্রবান নতুন প্রজন্ম তৈরির মাধ্যমে ভবিষ্যতে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ার লক্ষ্যে এই নামাজ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের জন্যও সুব্যবস্থা রাখা হয়েছে এই প্রশিক্ষণে। ছাত্র এবং ছাত্রীদেরকে আলাদা আলাদা শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেয়া হবে।
সমাপনি বক্তব্যে অত্র সংগঠনের নেতৃবৃন্দ বলেন বলেন, শান্তিপূর্ণ ইসলামি সমাজ গড়ার লক্ষ্যে ‘সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিলফুল ফুজুল উত্তর নোয়াগাঁও পথচলা শুরু করে ২০১৬ সালে।
২০১৭ সাল থেকেই এই সংগঠনের মাধ্যমে আমরা প্রতি বছর নামাজ প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছি। সেই ধারাবাহিকতায় এইবারও ৮ম বারের মতো নামাজ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী পুরো রমজান মাস ব্যাপী চলবে ইন শা আল্লাহ।
Leave a Reply