২২শে নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় নগরীর ১০নং ওয়ার্ড উত্তর কাট্টলী এলাকায় কর্ণেল স্কয়ারে আকবরশাহ থানা জামায়াতের আমীর ও মহানগরী শুরা সদস্য অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও মোরশেদ চৌধুরীর সঞ্চালনায় পেশাজীবি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহাজাহান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্টাষ্টি বডির সদস্য মোঃ আনোয়ার সিদ্দিক, আল আমীন হাসপাতালের ডিরেক্টর বিশিষ্ট সমাজ সেবক ডাঃ শাহাদাত হোসেন, থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আফসার উদ্দিন শাহীন , আব্দুল মোমেন, আবদুল মতিন, নাজমুল হক চৌধুরী ও রহিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
এই সমাবেশে বিভিন্ন পেশাজীবী সদস্যরা অংশগ্রহণ করেন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তারা আরো বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে স্বাধীনতা অর্থবহ হবে না। এসময় বাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহাজাহান প্রধান অতিথির বক্তব্যে বলেন- আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য সকল পেশাজীবীকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান এবং সুশাসন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরো বলেন জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদীরা জামায়াতের ওপর দায় চাপিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি সকল পেশাজীবীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। উপস্থিত নেতৃবৃন্দ আন্দোলনের মাধ্যমে দেশের সমস্যা সমাধানের জন্য সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান। ইসলামের মূলনীতি ও মানবাধিকারের প্রতি গুরুত্বারোপ করেন।
ইসলামে কারো ওপর কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়ার বিধান নেই। এই সমাবেশটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে পেশাজীবীরা একত্রিত হয়ে দেশের উন্নয়ন ও সুশাসনের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন।
Leave a Reply