১২জুলাই রোজ শনিবার জিলানী কমপ্লেক্স বাংলাদেশ এর ব্যবস্থাপনায় এবং জিলানী ইসলামিক উইম্যান সোসাইটির সহযোগিতায় ‘খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরা(রাঃ) বিশ্বের নারী জাতির জন্য উত্তম আদর্শ’ শীর্ষক সেমিনার,গুণীজন সংবর্ধনা এবং মেধাবী সন্মাননা পদক- ২০২৫ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
মা ও শিশু হাসপাতাল কার্যকরী কমিটির সভাপতি আলহাজ্ব এস এম মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার উদ্বোধন করেন মুসলিম উম্মাহর শান্তির দূত অধ্যক্ষ আল্লামা আ.ন.ম. দেলোওয়ার হোসাইন আল-কাদেরী। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মাননীয় কমিশনার (উন্নয়ন) জনাবা শারমিন জাহান। জিলানী উইমেন সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তিনি বলেন- ফাতেমাতুজ্জাহরা
(রাঃ) বিশ্বের নারী সমাজের জন্য অনুপম আদর্শ। তিনি আরো বলেন, মা ফাতিমার জীবনাদর্শ অনুসরণ করে নারী জাতিকে দেশ-জাতি ও মানব কল্যাণে অবদান রাখতে হবে এবং নারী জাতিকে এগিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান। প্রশাসনিক কর্মদক্ষতায় তিনিও জাতীয় অগ্রগতিতে ভূমিকা রেখে যাচ্ছেন।
আজ-জাহরা সম্পাদিকা সামেয়া আফরিনের উপস্থাপনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব রায়হান আহমেদ। অপকা নিবার্হী পরিচালক রোটারীয়ান মুহাম্মদ আলমগীর পিএইচএফ।বক্তব্য রাখেন দৈনিক আলোর বিভাগীয় সম্পাদক লায়ন মোঃ ইউসুফ। স্টান্ডার্ড লজিস্টিক সার্ভিসের এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, বোয়ালখালী উপজেলা মিলাদুন্নবী(দঃ) কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল মালেক চৌধুরী এবং চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ বুদ্ধিজীবি ও প্রশাসনিক কর্মকর্তাগন।সার্বিক তত্বাবধানে ছিলেন জিলানী যুব ফোরাম সভাপতি মইনুল কাদের রেজা।
পরিশেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহ্ র কল্যাণ কামনা করে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আ.ন.ম. দেলাওয়ার হোসাইন আল-কাদেরী।
Leave a Reply