1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে অপহরন চক্রের ০৩ জন সদস্য গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
সিএমপি'র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে অপহরন চক্রের ০৩ জন সদস্য গ্রেফতার
সিএমপি'র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে অপহরন চক্রের ০৩ জন সদস্য গ্রেফতার
০৬/০৪/২০২৫ খ্রি: রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময়। অলংকার মোড় হতে অপহরচক্রের সদস্যরা সংবাদদাতা মো: বেলাল মিয়াকে জোরপূর্বক পদ্ম পুকুর বাই লেইন সালামত সুফিয়া ম্যানশন এর ৪র্থ তলাস্থ বাসায় অপহরণ করে নিয়ে যায় এবং সারারাত মুক্তিপন আদায়ের জন্য আটক রেখে হত্যার উদ্দেশ্যে বর্বরতাভাবে মারধর করতঃ শরীরের বিভিন্ন স্থানে সাধারণ ও গুরুতর জখম করে হত্যার ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও চেক আদায় করে। পরবর্তীতে সংবাদদাতার এইরুপ লিখিত অভিযোগের ভিত্তিতে পাহাড়তলী থানার মামলা নং-০৫, তারিখ-০৭/০৪/২০২৫খ্রি: ধারা-৩২৩/৩২৫/৩০৭/৩৬৫/৩৮৬/৪২৭/৫০৬ পেনাল কোড ১৮৬০ রুজু করা হলে পাহাড়তলী থানার এসআই/মো: জাহেদ উল্লাহ জামান, এসআই আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ ইং ০৭/০৪/২০২৫ খ্রি: সময় ১৫.০০ ঘটিকায় পাহাড়তলী থানাধীন অলংকার মোড় হোটেল রোজ ভিউ এর সামনে হতে ও পাহাড়তলী থানাধীন সরাইপাড়া পশ্চিম নাছিরাবাদ, ১৭৯৯ পদ্ম পুকুর বাই লেইন সালামত সুফিয়া ম্যানশন এর ৪র্থ তলাস্থ বাসায় অভিযান পরিচালনা করে অপহরন চক্রের সদস্য ১। মোঃ ইসমাইল হোসেন (৩৮), ২। মোঃ বেলাল (৪৭) ও ৩। নুর মোহাম্মদ প্রঃ রাসেল (৩৩) দেরকে গ্রেফতার করেন। তাদের হেফাজত হতে অপহরণ কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ফোল্ডেবল বাটন, লোহার রড় এবং ভিকটিম বেলাল এর নিকট হতে জোরপূর্বক আদায়কৃত ০৪ টি চেক উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira