1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

সাতকানিয়ায় ফিল্মি কায়দায় ডাকাতি : চার আসামি কারাগারে, একজন এখনো পলাতক

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার, বান্দরবান :
  • আপডেট: শুক্রবার, ২ মে, ২০২৫
সাতকানিয়ায় ফিল্মি কায়দায় ডাকাতি : চার আসামি কারাগারে, একজন এখনো পলাতক
সাতকানিয়ায় ফিল্মি কায়দায় ডাকাতি : চার আসামি কারাগারে, একজন এখনো পলাতক

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাজালিয়া স্টেশন এলাকায় অবস্থিত “রাজীব হার্ডওয়্যার”-এ ২০২৪ সালের ৫ ও ৬ আগস্ট রাতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতি মামলায় চার আসামিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। এ ঘটনায় আরও একজন আসামি এখনো পলাতক রয়েছেন।

মালিক বাবুল কর্মকার বাদী হয়ে ঘটনার পরপরই সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে, আদালত মামলার তদন্তভার দেন পিবিআই চট্টগ্রামকে। তদন্ত কর্মকর্তা সরেজমিনে ও গোপন অনুসন্ধানে ঘটনার সত্যতা প্রমাণ করেন এবং অভিযুক্তদের নামসহ বিস্তারিত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।

পিবিআই-এর তদন্তে প্রমাণিত হয়, প্রায় ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল—যার মধ্যে স্থানীয়ভাবে পরিচিত আহমদ ছফার পুত্র মোঃ রফিক (প্রকাশ কোপা রফিক), মরহুম ফজল করিমের পুত্র রাশেদুল ইসলাম, মাহমুদ আলী (প্রকাশ মোহাম্মদ আলী), মরহুম আবিদের রহমানের পুত্র শাহেদুল ইসলাম এবং মোঃ জামশেদ—এই ডাকাতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উক্ত চার আসামি মহামান্য  হাইকোর্ট থেকে আগাম জামিনের বিষয়ে আবেদন করলে মহামান্য হাইকোর্ট তাদেরকে নিম্ন আদালতে আত্নসমর্পণের নির্দেশ দেন।  তারই পরিপেক্ষিতে গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখে তারা আত্মসমর্পণ করলে, বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, পলাতক থাকা মোঃ রফিক ওরফে কোপা রফিকের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং তাকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira