পবিত্র রমজানুল মুবারক মাস উপলক্ষে সন্দ্বীপ প্রেস
ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা দীর্ঘ ১৬ বছর পর সন্দ্বীপে সাংবাদিকদের কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে
পেরে প্রেসক্লাব নেতৃবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সন্দ্বীপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সালের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সন্দ্বীপ উপজেলা সদরস্থ গ্রীন চিলিজ্ রেস্তোরাঁয় অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোস্তফা কামাল পাশা, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সালেহ নোমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার, উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, বিএনপির সন্দ্বীপ উপজেলা সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তাহের, সন্দ্বীপ প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ বেলায়েত হোসেন তালুকদার।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হক,বিএনপির উত্তর জেলা আহবায়ক কমিটির সদস্য আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনির তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজাউদ্দৌলা সজীব, সন্দ্বীপ উপজেলা শিল্পকলা একাডেমির সেক্রেটারি আবুল কাসেম শিল্পী, বিশিষ্ট কবি নীলাঞ্জন বিদ্যুত,নাগরিক কমিটির সদস্য চারু মিল্লাত, শামছুল আজম মুন্না,বেসরকারী সংগঠন এসডিআই এর সন্দ্বীপের আঞ্চলিক ব্যাবস্থাপক মো: কামাল হোসেন সহ সরকারী- বেসরকারি কর্মকর্তা, সন্দ্বীপ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। পরে মাওলানা মোহাম্মদ আবু তাহের এর পরিচালনায় দোয়া মাহফিল শেষে সকলেই ইফতার মাহফিলে অংশ নেন।
Leave a Reply