গুপ্তছড়া বাজারে অবৈধ স্থাপনার বিরুদ্ধে পরিচালিত অভিযান সফলভাবে সম্পন্ন হলেও, সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ার পরও একটি বহুতল ভবন এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে—এই ভবনের মালিক কে, আর কিসের ক্ষমতায় তারা সরকারি নির্দেশনা অমান্য করে দৃষ্টান্তহীন অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছেন?
স্থানীয়দের অভিযোগ, ভবনটির মালিক অজ্ঞাত থাকলেও তারা প্রকাশ্যে সড়ক ও জনপদ অধিদপ্তরের লাল দাগ চিহ্ন মুছে ফেলেছে। এমনকি এসব চিহ্ন মুছতে তারা আলকাতরা বা বোলাকিন জাতীয় পদার্থ ব্যবহার করেছে, যা প্রশাসনিক নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল।
সন্দ্বীপবাসীর দাবি, যেখানে সাধারণ মানুষের দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, সেখানে একটি ভবন কিভাবে এত ‘অদৃশ্য ক্ষমতা’ নিয়ে টিকে থাকে, তা প্রশাসনের কাছে ব্যাখ্যা চাই।
আমরা সন্দ্বীপ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এই বিষয়ে স্বচ্ছ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণই পারে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে।
– সন্দ্বীপবাসী।
Leave a Reply