1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

সংগীত সাধনায় উদিয়মান নক্ষত্র বাউল কবি একরামুল হক।

শাকিল সাঈদ, স্টাফ রিপোর্টার :
  • আপডেট: সোমবার, ২০ জুন, ২০২২
সংগীত সাধনায় উদিয়মান নক্ষত্র বাউল কবি একরামুল হক।
সংগীত সাধনায় উদিয়মান নক্ষত্র বাউল কবি একরামুল হক।

একজন বাউল কবি একরামুল হক। গ্রাম বাংলায় বেড়ে ওঠা একজন বাউল শিল্পী। সঙ্গীত যেন তার সাধনা। একাধারে তিনি কবি,সাহিত্যিক,গীতিকার সুরকার,কণ্ঠশিল্পী ও সংগঠক। বাউল কবি একরামুল হকের জন্ম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা নামক অঞ্চলে। ছোট বেলা থেকে কবির সাথে নদীর যেন আলাদা একটা ভাব। তাই হয়তো নদীর প্রাকৃতিক চিত্র গড়া ভাঙ্গণের চিত্র এঁকেছেন তার কবিতায়। তার কবিতায় লিখেছেন:
“তিস্তা নদীর ভাঙ্গা খেঁয়া
দেওয়ার আইলো ঝড়ি
সন্ধ্যা বেলা নতুন জামাই
আইলো দেখো বাড়ি।”
কবি তার কবিতায় ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন গ্রাম বাংলার প্রকৃতি ঐতিহ্য ও সংস্কৃতিকে। বাউল কবি একরামুল হক লিখে যাচ্ছেন সত্য বস্তুনিষ্ঠ সকল সত্য শব্দ। যা মানুষের মাঝে দাগ কেঁটে যাচ্ছে। বর্তমান তিনি বেলকা সহ আশপাশের সকল অঞ্চলে বাউল কবি নামেই খ্যাত। তার কবিতায় যেন রয়েছে বাউল দর্শন ও আত্মাধিকতার ছোঁয়া। তার পাশাপাশি তিনি লিখেছেন প্রেম প্রকৃতি নিয়েও। বাউল কবি একরামুল হক একান্ত সাক্ষাৎকারে জানান” আমি একজন সাধক গান আমার সাধনা। নিঃস্বার্থভাবে গান করে যাচ্ছি গ্রামবাংলার প্রকৃতি সহ সকল বিষয় নিয়ে। ইউটিউবে আমার গান ছড়িয়ে আছে। আমি নিজে গান লিখি সুর করি এবং গাই। আমার কলমে ও কণ্ঠে উচ্চারণ করার চেষ্টা করি সত্য শব্দ। যা অনাদিকাল ধরে সবার মঝে বিরাজ করে যেন। সরকার সহ উর্ধতন কর্মকর্তার পৃষ্ঠপোষকতা পেলে হয়তো আমার প্রতিভাকে আরো ছড়িয়ে দিতে পারবো নবীন লেখিয়েদের সাথে নিয়ে আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস তিস্তা সমীরণ আমার সম্পাদনায় প্রকাশিত হতে চলেছে। সিলেটের এই ভয়াবহ অবস্থা নিয়েও গান রচনা অব্যহত আছে। সর্বপরি আমার জন্য সকলে দোয়া/প্রার্থনা করবেন যাতে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মগুলোকে আজীবন নিজের মাঝে ধারণ করতে পারি। ধন্যবাদ!”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira