যশোরে ৩৫ শতাংশ মানুষের শরীরের করোনার প্রাকৃতিক ‘আ্যন্টিবডি ‘ পাওয়া গেছে।
যশোরের তিন উপজেলার চার শতাধিক মানুষের উপর অভিযান গবেষণা করে এ তথ্য জানান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবি প্রবি) জিনোম সেন্টার।
মানুষের শরীর থেকে রক্তের নমুনা নিয়ে র্যাপিড ‘আ্যন্টিবডি ‘পরীক্ষা পদ্ধতিতে এ গবেষণা চালানো হয়। করোনা ভেল্টা উর্ধবগতির ফলে মানুষের শরীরে করোনা প্রতিরোধের প্রকৃত হার জানতেই এ ধরণের গবেষণায় উদ্যোগ নেয় যবিপ্রবি।
যবিপ্রবি অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোঃ ইকবাল কবিরের নেতৃত্বে পরিচালিত ‘আ্যন্টিবডি’ শনাক্ত করণের গবেষক দলের সদস্যরা হলেন – পুষ্ঠি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিরিন নিগার,অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পিপাসা সুলতানা,সুরাইয়া ইয়াসমিন ও লক্ষী সরকার এবং পুষ্ঠিখাদ্য ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নওশাদ মামুন চয়ন।
গবেষণা এ ফলাফলের বিষয়ে যবিপ্রবির উপচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড:মোঃ আনোয়ার হোসেন বলেন, টিকা না নিলে আমাদের আর
ও দীর্ঘদিন করোনার মৃত্যু মিছিল শেষ হবে না।আমাদেরকে আরো ভুগতে হবে।প্রত্যেক মানুষের উচিত স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে ম্যাস্ক ব্যবহার করা উচিত। তিনি মানুষের শরীরে আ্যান্টিবডি বৃদ্ধির জন্য সরকারের আজ থেকে গণটিকা প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানান।
Leave a Reply