যশোরে সদরে ধর্ষনের ঘটনায় গ্রেফতার- ৪
যশোর সদর কোতয়ালী থানার বউ বাজার সিটি কলেজ পাড়ার বাবলু শেখের মেয়ে ফাতেমা খাতুন কনা (১৬) এর সাথে একই এলাকার আঃ রশিদের ছেলে আকাশ (২০) প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
গত ০৯ জুলাই ২০২২খ্রি: সন্ধ্যায় মেলায় ঘুরতে গেলে সেখান থেকে আকাশের ২ বন্ধু তাওসিন বিল্লাল ও আরাফাতকে সাথে নিয়ে রাতে যশোর বিমান অফিস মোড়স্থ রফিক ইসলামের দ্বিতল ভবনের অফিস কক্ষে মাদকের আড্ডা খানায় নিয়ে গেলে রফিকুল ইসলামের দেহরক্ষী পুরাতন কসবা কাজীপাড়ার বছির আহম্মেদ এর ছেলে শহীদ (৪৩) মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে প্রথমে জোরপূর্বক ধর্ষন করে। রাফাত ও অন্যান্যরা ধর্ষনের চেষ্টা করলে মেয়ে অপারগতায় চিৎকার করে।
পরবর্তীতে আকাশ, আরাফাত, বিল্লাল মেয়েকে নিয়ে ফেরত দিতে গেলে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে কোতোয়ালীর টহল পুলিশের তোফের মুখে মেয়েটা পুলিশকে সব কথা খুলে বলে এবং ছেলে গুলো দৌঁড়ে পালানোর চেষ্টাকালে টহল পুলিশ আটক করে ভোর ০৫:৩০ ঘটিকায়। পরবর্তীতে দুপুর একটার সময় আটককৃতদের তথ্যমতে রফিকুল ইসলাম রফিককে কাঁঠালতলা হতে আটক করে টহল পুলিশ।
এই ঘটনা সংক্রান্তে ফাতেমা খাতুন কনা বাদী হয়ে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং- ৪৯, তাং- ১০/০৭/২০২২ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০/৯(১) রুজু হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply