যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে সাতটি বোমাসহ একজনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। ওই সময় আরও কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে কোতোয়ালি থানায় দু’জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে।
আটক আক্তার হোসেন তালবাড়িয়া গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে। অপর পলাতক আসামি একই এলাকার বারেক আলী চাকলাদারের ছেলে ওয়ার্ড মেম্বার আসমত আলী চাকলাদার।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালবাড়িয়া গ্রামে একটি চক্র বিস্ফোরকদ্রব্য জড়ো করেছে।
ভোরে র্যাবের একটি চৌকস টিম ওই এলাকায় অভিযান চালায়। পাঁচটা ১০ মিনিটে তালবাড়িয়া গ্রামের ফিরোজের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে আক্তারকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসমতসহ অন্যান্য আসামিরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে সাতটি বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। তিনি আরও জানান, তারা অপর আসামিদের আটকে অভিযান অব্যাহত রেখেছেন।
Leave a Reply