১লা মে ২০২৫ ‘মহান মে দিবস’ ও ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫’ উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মুন্সীগঞ্জ-এর আয়োজনে নানাবিধ কর্মসূচি পালিত হয়। এবারের প্রতিপাদ্য- ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে।’বৃহস্প্রতিবার ১লা মে সকাল ৯.০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যাতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকবৃন্দ। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে শ্রমিক প্রতিনিধি, পেশাজীবী, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভায় জেলা প্রশাসক মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে রক্ত দেয়া শ্রমিকগণের আত্মত্যাগকে স্মরণ করেন এবং শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বারোপ করেন।
শ্রমিক কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সমাজের সকল স্তরের মানুষের সচেতনতার বিষয়ে তিনি আলোকপাত করেন। এছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে অনুষ্ঠিত জাতীয় অনুষ্ঠানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ভার্চুয়ালি সংযুক্ত হয় এবং অনুষ্ঠানটি সকলে মিলে প্রত্যক্ষ করেন।
Leave a Reply