“মুন্সীগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন”
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার  পত্রিকার ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ শহরে  বাংলাদেশ সমাচার পত্রিকার মুন্সীগঞ্জ জেলা অফিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৭ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার  মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আনিছুর রহমান রলিনের  এর সভাপতিত্বে  এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তারিকুজ্জামান তারিক,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক সমকাল পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি কাজী সাব্বির দীপু, দৈনিক দেশ রূপান্তর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মামুনুর রশিদ খোকা, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা।

 
বাংলা টিভির মাওয়া মুন্সীগঞ্জ প্রতিনিধি মোঃ মোস্তফা,  বাংলা টিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মাদবর, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কাজি বিল্বব হাসান , মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা  শামছুল হুধা হিটু দৈনিক দিন প্রতিদিনের জেলার প্রতিনিধি মোঃলিটন মাহমুদ ,দৈনিক বাংলাদেশ সমচারের গজারিয়া উপজেলা প্রতিনিধি মোঃওসমান গনি , দৈনিক সবুজ নিসানের ষ্টাফ রিপোটার  মোঃফরহাস  দৈনিক ঢাকা পোষ্টরে জেলা প্রতিনিধি   মোঃরুবেল,  সাংবাদিক মোঃআপন সরদার, দৈনিক একুশে সংবাদের  ষ্টাফ রিপোটার রুপা বেগম , নিউজ ৯৯ টিভির সম্পাদক  ভারসিনা আরোহি ছোঁহা, বঙ্গ টিভির জেলা প্রতিনিধি মোঃসুমন বেপারী  ।
মনোমুগ্ধকর পরিবেশনায় আনন্দ উল্লাসে সাংবাদিক সদস্যরা উপভোগ করেন অনুষ্ঠানটি।
                     
					
					
Leave a Reply