মুন্সীগঞ্জের লৌহজংয়ে অজ্ঞাত যুবক(২০) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার(২৯ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৌছামান্দ্রা বড় সুইজ গেইট এলাকা থেকে উলঙ্গ অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ। উপস্থিত লোকজনসহ আশপাশের লোজনদের নিকট জিজ্ঞাসাবাদ করে পুলিশ লাশ সনাক্তের চেষ্টা করছে।
লৌহজং থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকের ঘটনাস্থলে উলঙ্গ অবস্থায় অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ও শ্রীনগর সার্কেল ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং অজ্ঞাতনামা যুবকের লাশের সুরতহাল রির্পোট প্রস্তুুত করেন।হলদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আকবর হোসেন জানান, সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে আমাকে সংবাদ দিলে আমি এসে উলঙ্গ অবস্থায় অজ্ঞাত যুবকের লাশটি দেখতে পাই।
লৌহজং থানা পুলিশের এসআই আবু বক্কর বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পাই এবং লাশের সুরতহাল রির্পোট প্রস্তুত করি। অজ্ঞাতনামা যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply