মুন্সীগঞ্জ শ্রীনগরের মান্দ্রা গ্রামের মোঃ হারিজুর রহমান সরদারের পুত্র সাংবাদিক তাইজুল ইসলাম উজ্জ্বল বিক্রমপুর জাদুঘরের জন্য কমপক্ষে শতবছরের পুরাতন তলোয়ারটি দান করেছেন৷
তলোয়ারটির পেতলের বাট ও ক্ষয় দেখে মনে হয় আরো পুরাতনও হতে পারে৷ তাঁর দাদা প্রয়াত বাবর আলী সর্দারকে দোহার থেকে তাঁর এক ঘণিষ্ঠজন উপহার দিয়েছিল৷ তাঁরা ধারণা করছে তলোয়ারটি বান্দুরার জমিদারদের হতে পারে৷
উজ্জ্বল বিক্রমপুর জাদুঘরের সংগঠক মুজিব রহমানের নিকট এটি হস্তান্তর করেন।
Leave a Reply