বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই মহোদয় এবং বান্দরবানের জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি মহোদয়ের সাথে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কমিটি সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৪ মে ২০২৫ইং শনিবার বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কমিটির সভাপতি চহ্লা প্রু জিমি ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধরী জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই মহোদয় বান্দরবান জেলা প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন,ও ফুল দিয়ে অভিনন্দন জানান।
এছাড়াও নবনির্বাচিত কমিটি বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সা চিং প্রু জেরী, ও বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা’র সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন,ও ফুল দিয়ে অভিনন্দন জানান।
এসময় সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি হাজ্বী জামাল উদ্দীন , যুগ্ম সম্পাদক কাউছার,কোষাধক্ষ্য মোঃ মহিউদ্দীন, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জামাল উদ্দিন, কার্য নির্বাহী সদস্য শামীম সিকদার, আরমান,আসিফ, আবু বক্কর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ১০ মে-২০২৫ ইং জেলা কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই ত্রি-বার্ষিক নির্বাচনে অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সত্যজিৎ মজুমদার জানান, উৎসবমুখর পরিবেশে এবং সুষ্ঠু ও সুন্দরভাবে সফল ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং প্রিজাইডিং কর্মকর্তা, এজেন্ট, সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করা হয়।
Leave a Reply