 
																
								
                                    
									
                                 
							
														বান্দরবানে “শান্তি ও সমৃদ্ধিও চেতনায় উজ্জীবিত মাহাঃ সাংগ্রাইং” এ প্রতিপাদ্যে মাহাঃ সাংগ্রাইং পোয়েঃ ২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(০৮ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১টায় সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে বান্দরবানের একটি রেস্টুরেন্টের হলরুমে এ সংবাদ সম্মেলন করেন সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদ।
সংবাদ সম্মেলনে সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা বলেন, এবারের উৎসব আগের চেয়েও প্রাণবন্ত হবে। আগামী রবিবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সাংগ্রাই উৎসব শুরু হবে। এছাড়া ৫দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে সোমবার (১৪ তারিখ) বুদ্ধ স্নান, পিঠা উৎসব, মঙ্গলবার (১৫ তারিখ) রাজার মাঠে ঐতিহ্যবাহী বলী খেলা, তৈলাক্ত বাঁশ আরোহণ ও লোকজ ক্রীড়া, বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৩টায় রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ ও লোকজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৩টায় রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ ও লোকজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৩টায় রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ ও লোকজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটবে। তিনি বলেন, উৎসবটি সবার জন্য উম্মুক্ত হবে এবং সকল সম্প্রদায় এ উৎসব উপভোগ করতে পারবেন।
এসময় সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা,সহ সভাপতি থুইসিং প্রু লুবু, সহ সভাপতি সাথোয়াই চিং ছোরিমং, যুগ্ন সাধারণ সম্পাদক অং থোয়াই চিং, অর্থ সম্পাদক ক্য ওয়াং (নুশৈ), সাংস্কৃতিক সম্পাদক একিনু, নির্বাহী সদস্য হ্লা এ সিং, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রেসক্লাব সদস্য ও সিনিয়র সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী, প্রথম আলোর সাংবাদিক বৌদ্ধজ্যোতি চাকমা, সাংবাদিক মুহাম্মদ আলী’সহ বান্দরবানে কর্মরত সাংবাদিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
Leave a Reply